১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

নবাবগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

দৈনিক দেশজনতা ডেস্ক:

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় রোববার ভোর ৫ টায় আকাশী (১৯) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে মানিকগঞ্জ জেলার রাজা নগর গ্রামের অধিবাসী নুরা চন্দ্র মালুর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও মেয়ের পূর্ব পরিচয়ের সূত্রধরে গত ১০ দিন আগে উপজেলার কিরিঞ্জি গ্রামের বাসিন্দা ফালান সরকারের ছেলে প্রদিপ সরকারে সাথে আকাশীর বিয়ে হয়।
হিন্দুধর্ম মতে বিবাহে দুই পরিবারের মধ্যে গোত্র গত মিল না থাকায় আকাশীর পিতাকে স্থানীয় সমাজপতিরা প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে। ফলে পরিবারের সদস্যদের প্রতি স্থানীয়দের চাপ ও অপমানের জ্বালা সইতে না পেরে নিজের পরিহিত শাড়ী গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমূত্যুর মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১২:৩৫ অপরাহ্ণ