২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৫

গো রক্ষকদের বিরুদ্ধে মোদীর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলোকে গো রক্ষার নামে আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। রবিবার সংসদের বর্ষাকালীয় সেশন শুরুর আগের দিন সর্বদলীয় বৈঠকে তিনি বলেন, এটাকে যেন রাজনৈতিক ও সাম্প্রদায়িক রং না দেয়া হয়। মোদী বলেন, যারা গো রক্ষার নামে আইন ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে প্রদেশগুলোর কঠোর ব্যবস্থা নেয়া উচিত। কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার মোদীর বরাতে বলেন, অনেক হিন্দুদের কাছে গরু মায়ের মতো কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়া কারো উচিত হবে না। বিরোধী দলীয় নেতারা গো রক্ষার নামে মুসলিম ও দলিতদের উপর সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করেছেন। সোমবার থেকে শুরু হতে যাওয়া সংসদীয় সেশনে তারা এই বিষয়টি তুলবে বলে পরিকল্পনা করছে। মোদী বলেন, কিছু রাজনৈতিক দল গো রক্ষার নামে সহিংসতার রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে যা ভারতের অসাম্প্রদায়িক চেতনার জন্য ক্ষতিকর। এই বিষয়টিকে যেন রাজনৈতিক বা সাম্প্রদায়িক রং দেয়ার চেষ্টা করা উচিত হবে না, জাতি এ থেকে উপকৃত হবে না। সবাই এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এর অবসান ঘটাতে হবে। গত মাসে এক বিবৃতিতে মোদী বলেন, গো পূজার নামে মানুষ হত্যা মেনে নেয়া হবে না। টাইমস অব ইন্ডিয়াকে  দেওয়া ভাষণে  এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১০:০৪ পূর্বাহ্ণ