১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৭

স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

নিজস্ব প্রতিবেদক:

অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদনের বিষয়ে যথাযথ নিয়ম মেনে কমিটি গঠন না করায় স্বাস্থ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দেয়ার আদেশ দেয়া হয়েছে।
রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
নির্দেশনা অমান্য করে ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্ট্যারয়েড, অ্যান্টিক্যান্সার এবং হরমোনবিষয়ক ওষুধ উৎপাদন ও বিক্রির বিষয়ে সরকারের গঠিত ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি না রাখায় স্বাস্থ্যসচিবসহ দুইজনের বিরুদ্ধে আদালত এ অবমাননার রুল জারি করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগে আবেদন করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সংগঠনটির সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।
তিনি স্বাস্থ্যসচিব সিরাজুল হক ও সিনিয়র সহকারী সচিব মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৮:২৩ অপরাহ্ণ