১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৯

ঘুমধুমে ৭ হাজার পিস ইয়াবা জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক:

উখিয়ার পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বেতবুনিয়া বাজার সংলগ্ন নুরুল ইসলাম (৩৫) এর বসত বাড়িতে অভিযান চালিয়ে ৭ হাজার পিস জব্দ করে। গত ১৪ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমন চৌধুরীর নেতৃত্বে এস,আই আমিনুর, এ এস আই জমির উদ্দিন,সজিব বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা সম্রাজ্ঞী রাজিয়া বেগম (৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে পানির কলসির ভেতরে অভিনব কায়দায় লুখানো ইয়াবাগুলো জব্দ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেবাগে সরে পড়েছিল ইয়াবা সম্রাজ্ঞী রাজিয়া বেগম। জব্দকৃত ইয়াবাগুলোসহ রাজিয়া বেগম(৩০) ও অজ্ঞাত ২ জনকে পলাতক আসামী করে মাদক দ্রব্য দমন আইনে মামলা রুজু করে নাইক্ষ্যংছড়ি থানায় জমা দেওয়া হয়েছে। স্থানীয় জনসাধারনের উপস্থিতিতে ইয়াবাগুলো আটক করা হয়েছে বলে জানান, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইমন চৌধুরী। উল্লেখ্য সীমান্তের ইয়াবা সম্রাজ্ঞী রাজিয়া বেগমের স্বামী নুরুল ইসলাম (৩৫) গত ৩ বছর পূর্বে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় নিখোঁজ হয় অদ্যবধি খোজ পাওয়া যায়নি। সংসারিক অভাবের তাড়নায় রাজিয়া বেগম চোরাচালান ও ইয়াবা ব্যাবসায় জড়িয়ে পড়ে বলে জানান ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খালেদ সরওয়ার হারেছ।

কায়সার হামিদ মানিক

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ