১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৪

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যাক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার স্টাফ রোডের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবকের মৃত্যু হয়েছে। অাজ রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে । ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ বিষয়টি জানান।

তিনি বলেন, সকালের দিকে পায়ে হেঁটে রেল লাইন অতিক্রম করছিলেন ওই যুবক। ‍এ সময় ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য ঢামেকে মগে পাঠানো হয়েছে।

 

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৩:৪৭ অপরাহ্ণ