২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৬

সাভারের জঙ্গি আস্তানার ৩ জনের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানার তিনজন আত্মসমর্পণ করেছেন। সেখানে আরো একজন অবস্থান করছেন বলে আত্মসমর্পণকারীরা জানিয়েছেন। রোববার দুপুর ১২টার পর আশুলিয়ার নয়ারহাটের চৌরাবালি এলাকার ওই টিনশেড বাড়ি থেকে একে একে তিন জঙ্গি বেরিয়ে আসেন। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুফতি মাহমুদ খান বলেন,  ‘দুপুর ১২টার দিকে ওই বাড়ি থেকে একজন বেরিয়ে এসে আত্মসমর্পণ করে। মিনিট দশেক পর আরো একজন বেরিয়ে আসে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয়জন আত্মসমর্পণ করে।’

তিনি বলেন, টিনশেড ওই বাড়িতে আরো একজন পুরুষ রয়েছেন বলে আত্মসমর্পণকরীরা জানিয়েছেন। এর আগে শনিবার রাত থেকে ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। এ সময় বাড়ির ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয় ও বোমার বিস্ফোরণ ঘটানো হয়। অভিযানের নেতৃত্বে থাকা অতিরিক্ত ডিআইজি লুৎফুল কবীর সাংবাদিকদের জানান, অভিযান শুরুর পরপরই বাড়ির ভেতর থেকে কমপক্ষে ৫ রাউন্ড গুলি ছোড়া হয়।

তিনি বলেন, ‘হ্যান্ডমাইকে বাড়িটির ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের জন্য বার বার বলা হচ্ছে। কিন্তু তারা সাড়া না দিয়ে উল্টো গুলি ছুঁড়েছে। তাই আমরাও পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য হয়েছি।’ ইতোমধ্যে বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরাও উপস্থিত হয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১:২৩ অপরাহ্ণ