১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫২

নির্বাচনে সবার অংশগ্রহণ চায় ইইউ রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বৈশ্বিক এজেন্ডা হিসেবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে উৎসাহিত করে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদোন।
৯ মে ‘ইউরোপ দিবসের’ প্রাক্কালে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইইউ রাষ্ট্রদূত এমন অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, বাংলাদেশে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ কাম্য। এ লক্ষ্যে আগামীতে সকল রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণমূলক হবে বলে জোরালোভাবে আশা করি। রাজনীতি করার অধিকার সবারই আছে। এ নিয়ে কোনও মন্তব্য নেই। কিন্তু সাম্প্রদায়িকতা এবং উগ্রতার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নীতিগত অবস্থান স্পষ্ট।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সম্পর্কের বিষয় নিয়ে নিয়মিতই পর্যালোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের সহযোতিার সম্পর্ক খুবই চমৎকার এবং তা ধারাবাহিক প্রক্রিয়ায় আরও সম্প্রসারিত হবে।
উল্লেখ্য, ৯ মে বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ‘ইউরোপ দিবস’ পালন করা হবে। রোম চুক্তি যার ভিত্তিতে ইইউ গঠিত হয়েছিল, সেই চুক্তির ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
N/A

 

প্রকাশ :মে ৮, ২০১৭ ৮:২৮ অপরাহ্ণ