২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:০২

বিশ্বের সবচেয়ে দীর্ঘ মরু মহাসড়কে যান চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক:

মরুভূমির মধ্যদিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় মহাড়সক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। শনিবার ‘বেইজিং-উরুমকি এক্সপ্রেসওয়ে’ নামের এই মরু মহাসড়কের উদ্বোধন করা হয়।

‘বেইজিং-উরুমকি এক্সপ্রেসওয়ে’ ২ হাজার ৫৪০ কিলোমিটার দীর্ঘ। এটি চীনের রাজধানী বেইজিংকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনিজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী উরুমকি’র সঙ্গে যুক্ত করেছে।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানায়, বিশ্বের সবচেয়ে বড় মরু মহাড়সকের শেষ তিনটি সেকশন যান চলাচলের জন্য শনিবার উন্মুক্ত করে দেয়া হয়। এই মহাসড়ক গবি মরুভূমির তিনটি অংশ তেংরি, বাদান জারান এবং উলান বুহ’র ওপর দিয়ে গেছে। এই মরু মহাসড়ক নির্মাণের ফলে বেইজিং এবং উরুমকি’র মধ্যে দূরত্ব ১ হাজার ৩০০ কিলোমিটার কমে গেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ৪:০৭ অপরাহ্ণ