১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১৩

ঢাকার সঙ্গে রাজশাহী-খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা থেকে ঢাকা অভিমুখি আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদীর মূলাডুলি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকার সঙ্গে রাজশাহী ও খুলনার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

শনিবার দুপুর সোয়া একটায় ঈশ্বরদী স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর মূলাডুলি স্টেশনের কাছে ইঞ্জিনসহ ৩টি কোচ নিয়ে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়নি। ফলে অনেকটা অস্থিরতার মধ্যে সময় পার করছেন যাত্রীরা। মূলাডুলিতে স্টপেজ থাকার কারণে ট্রেনের গতি কম ছিল। ফলে এই দুর্ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রিলিফ ট্রেন পাকশী থেকে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করবে। ট্রেনটি স্বাভাবিক করে আবার ছাড়তে কমপক্ষে ৩ ঘণ্টা সময় লাগতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন রেল কর্মকর্তা জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ৩:২২ অপরাহ্ণ