৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৪২

চট্টগ্রাম ইউএসটি ভারতীয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবিদ সেন নামে এক ভারতীয় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্র্বৃত্তরা। এঘটনায় আহত হয়েছে আরেক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম পরিচয় জানা যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে আকবর শাহ থানার আব্দুল হামিদ সড়কে এ ঘটনা ঘটে। তবে, কারা কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকবার শাহ থানার আব্দুল হামিদ সড়কে ভারতীয় এই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এঘটনায় আরেক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৈনিক দেশজনতা/ আই সি

 

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ৯:৩৫ পূর্বাহ্ণ