১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৮

কাপ্তাই লেকে তলিয়ে একজনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে কাপ্তাই লেকে তলিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম রতন জ্যোতি চাকমা (৪৫)। বৃহস্পতিবার রাতে শহরের কলেজগেট মন্ত্রিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করা হয় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে। রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা রতন জ্যোতি চাকমা বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি ছোট নৌকায় চড়ে ওই এলাকার কাপ্তাই লেকের অংশে পারাপার হচ্ছিলেন। এ সময় মাঝখানে গিয়ে নৌকা থেকে পড়ে কাপ্তাই লেকের পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে শুক্রবার সকাল থেকে জাল দিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় পুলিশ। বিকালের দিকে নিহতের লাশ উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ৯:০৯ অপরাহ্ণ