২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৩৪

আইনকে না মানা সড়ক দূর্ঘটনার অন্যতম কারণ : ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন অভিযোগ করে বলেছেন, আইন প্রনেতা কর্তাব্যক্তি, আইন প্রয়োগকারীসংস্থার অনেক উর্ধ্বতন ব্যক্তিগনও আইন মানছে না সড়ক দূর্ঘটনার অনেক কারণের মধ্যে আইনকে না মানা একটি অন্যতম কারন।

ল্যাব’০২, নিরাপদ সড়ক চাই, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন(পবা), গ্রীন ভয়েস, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট, তরুপল্লব, বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন ও বাংলাদেশ সাইক্লিস্ট ফেডারেশন এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনে তিনি একথা বলেন।

ইলিয়াস কাঞ্চন আরো বলেন, উর্ধ্বতন ব্যক্তিগনও তারা অনেক সময় উল্টোপথে গাড়ী চালাচ্ছে এবং এতে দূর্ঘটনাও ঘটছে, যা খুবই দুঃখজনক। তিনি বএলন, আমরা চাই সকলে আইন মেনে রাস্তায় গাড়ী চালাবে। আইন সকলের জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। নিরাপদ সড়ক আন্দোলনের সাথে সকলকে আরো সম্পৃক্ত হওয়া ও ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস পালনের আহবান জানান তিনি। তিনি বলেন পথচারীসহ সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমরা সকলে আইন মেনে রাস্তায় চলবো।

জাতীয় প্রেসক্লাবের সামনে “সড়ক পথের ’গণহত্যা’ বন্ধ কর! সারা দেশে নিরাপদ সড়ক নিশ্চিত কর!” দাবীতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাপা’র যুগ্মসম্পাদক মোঃ শাহজাহান মৃধা-র সভাপতিত্ব কবেন। ডব্লিউবিবি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম.হামিদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বিশিষ্ট আইন বিশেষজ্ঞ সাইফুল আলম, বাপা’র যুগ্মসম্পাদক মিহির বিশ্বাস ও শরীফ জামিল, পবা’র সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, ল্যাব’০২ এর শিকদার মারুফ ইয়াজদানি ও মোঃ নাজিমউদ্দীন আহমেদ, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ এর সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল এজেএফ, আদি ঢাকাবাসী ফোরামের সদস্য সচিব জাবেদ জাহান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, তরু পল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন প্রমূুখ।

 

আব্দুস সোবহান সড়ক দূর্ঘটনা রোধে বিআরটিএ, আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানান। যেখানে সেখানে যাত্রী উঠানামা বন্ধ করতে হবে। বিদ্যমান আইন প্রয়োগের পাশাপাশি যুগোপযোগী আইন প্রণয়নের দাবী জানান তিনি।

।মানবন্ধন থেকে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর যুগোপযোগী সংশোধনী আনয়ন ও বাস্তবায়নসহ পথচারী ও অযান্ত্রিক যানে নিরাপদে চলাচলের উপযোগী পরিবেশ, উল্টোপথে গাড়ি চালানো বন্ধ, যথাযথভাবে বিদ্যমান সড়ক পথ পরিচালনা ও মেরামত, ভূয়া লাইসেন্সধারী চালকদের নিষিদ্ধ ও শাস্তি প্রদানের ব্যবস্থাসহ বিভেন্ন সুপারিশ করা হয়।

সমাবেশে বাপা’র যুগ্মসম্পাদক মোঃ আলমগীর কবির, গ্রীনভয়েস এর সহসমন্বয়ক হুমায়ন কবির সুমন, আয়োজক সংগঠনসমূহের অন্যান্য নেতৃবৃন্দ ও গোলাপবাগ মাঠ রক্ষা আন্দোলন, ঢাকা যুব ফাউন্ডেশন, ঢাকা ইয়ুথ ক্লাবের প্রতিনিধিসহ বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের অন্যান্য প্রতিনিধিগন অংশ গ্রহন করেন। কর্মসূচীর সাথে সংহতি জানান বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবি সৈয়দ আবুল মকসুদ, পরিবেশবিজ্ঞানী দ্বিজেন শর্মা, ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতিবিভাগের অধ্যাপক এম এম আকাশ, মিডিয়া ব্যক্তিত্ব মঞ্জরুল আহসান বুলবুল, এভারেস্ট জয়ী এম এ মুহিত ও নিশাত মজুমদার।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ৭:৫৮ অপরাহ্ণ