১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

উইম্বলডন ফাইনালে ভেনাস উইলিয়ামস

স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ৮ বছর পর ফের উইম্বলডন ফাইনালে ভেনাস উইলিয়ামস৷ বৃহস্পতিবার সেমিফাইনালে ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী জোহানা কোন্তাকে স্ট্রেট সেটে (৬-৪,৬-২) হারিয়ে ফাইনালে পৌঁছন ৩৭ বছরের মার্কিনি৷

পাঁচবারের চ্যাম্পিয়ন ভেনাস এবার শুরু থেকে আত্মবিশ্বাসী ছিলেন৷ কোন্তাকে হারিয়ে ৯ বার উইম্বলডনের ফাইনালে উঠলেন ভেনাস৷ শনিবার খেতাবের লড়াইয়ে স্পেনের গারবিন মুগুরুজার বিরুদ্ধে কোর্টে নামবেন মার্কিন তারকা৷

ভেনাস শেষবার অল ইংল্যান্ড ক্লাবের ফাইনালে উঠেছিলেন ২০০৯-এ৷ আট বছর পর ফাইনালে উঠে ভেনাস বলেন, আমি এখানে অনেকবার ফাইনালে খেলেছি৷ আবার ফাইনাল খেলব, ভাবতে পারছি না৷সেমিফাইনালে উঠে বর্ষীয়ান মহিলা হিসেবে নজির গড়েছেন ভেনাস৷ ভেঙেছেন মার্টিনা নাভ্রাতিলোভার সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে ওঠার রেকর্ড।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ