১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৮

নির্বাচন উপলক্ষ্যে ২৩ ইউনিয়নে ব্যাংক বন্ধ ছিল

নিজস্ব প্রতিবেদক:

ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) চার জেলার পাঁচটি উপজেলায় ২৩ ইউনিয়নে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। ইউনিয়ন পরিষদে নির্বাচনী এলাকাগুলো হলো : ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলার তিনটি ইউনিয়ন : হোসেনগাঁও, নন্দুয়া এবং বাচোর। টাঙ্গাইল জেলার সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী, মাহমুদনগর এবং মধুপুর উপজেলার মহিসমারা, শোলাকুরি, অরণখোলা, কুড়ালিয়া, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও ফুলবাগচালা ইউনিয়ন। বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্দারমানিক, লতা, জয়নগর, চর একরিয়া, গোবিন্দপুর, শ্রীপুর, ও আলিমাবাদ ইউনিয়ন। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কাইতলা (উত্তর) ইউনিয়ন।  সার্কুলারে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে নির্বাচনে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত অফসিলি ব্যাংকমূহের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা আগামী ১৩ জুলাই বৃহস্পতিবার বন্ধ থাকবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ৬:৩৫ অপরাহ্ণ