নিজস্ব প্রতিবেদক:
চালকের ঘুমের কারণে অনেক সময় দুর্ঘটনা ঘটে। এবার এ ধরনের দুর্ঘটনা রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। হংকং ব্যাপ্টিস্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন এক অ্যাপ আনতে চলেছেন। অ্যাপটি ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে চালকের গাড়ি চালানোকে ভিডিও করবে। তারপর ভিডিওর মাধ্যমে এই অ্যাপটি বুঝতে পারবে যে চালক ঘুমিয়ে পড়তে পারেন কি না। গাড়ি চালানোর সময় স্টিয়ারিং হুইলের সামনে অ্যাপটি চালিয়ে ফ্রন্ট ক্যামেরাটি অন করে রাখতে হবে। এর মাধ্যমে চালকের মুখের অভিব্যক্তি বোঝা যাবে। চালকের চোখ বন্ধ হয়ে যাচ্ছে কি না বা তার মাথা বার বার ঢুলে পড়ছে কি না। যে মুহূর্তে এই অ্যাপটি দেখতে পাবে চালকের ঘুম পাচ্ছে, তখনই অ্যালার্ম বেজে উঠবে। ওয়েবসাইট।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

