১২ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৮:৩২

ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান এসে পৌঁছেছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক:

ভিয়েতনাম থেকে আমদামি করা চালের প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সোয়া ১১টার দিকে বন্দরের বহির্নোঙ্গরে প্রবেশ করে জাহাজ এমভি ভিসাদ। বর্তমানে জাহাজটি বিএন এঙ্করেজে অবস্থান করছে। জাহাজটিতে ২০ হাজার টন চাল রয়েছে। চালের নমুনা সংগ্রহে চট্টগ্রাম বন্দরে গিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তরা। চাল ল্যাবে টেস্ট করা হবে। টেস্টে কোন সমস্যা না পাওয়া গেছে চালের খালাস প্রক্রিয়া শুরু হবে। এরপর ১৯ জুলাই ও ২২ জুলাই দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ১২:৫৫ অপরাহ্ণ