১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯

তুর্কি জাতি অতিথিপরায়ণ ও মর্যাদাবান বল্লেন রুশ রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক:

আঙ্করায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সি ইরখভ তুরস্কের ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘তুর্কি জাতি অতিথিপরায়ণ ও আত্মমর্যাদা সম্পন্ন। তুরস্ক একটি আদর্শ দেশ যেখানে আদর্শ মানুষের বসবাস রয়েছে’। সন্ত্রাসী হামলায় নিহত সাবেক রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভের জায়গায় নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন আলেক্সি ইরখভ। উল্লেখ্য, গত বছরের ১৯ ডিসেম্বর তুরস্কের রাজধানী আঙ্কারায় বন্দুকধারীর হামলায় নিহত হন সাবেক রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ। আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে এক চিত্র প্রদর্শনী পরিদর্শনের সময় তার ওপর এ হামলা হয়। এ ঘটনায় আহত হয় আরো তিনজন। এরপর জুন মাসে নতুন রাষ্ট্রদূত হিসেবে আলেক্সি ইরখভের নাম ঘোষণা করা হয় যিনি পূর্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের প্রধান ছিলেন। তুরস্ক-রাশিয়া সম্পর্ক বিষয়ে তিনি বলেন, রাশিয়ার বিদেশনীতির ক্ষেত্রে তুরস্ক সবসময়ই একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। তিনি আরো বলেন, ‘তুরস্ক সিরিয়া সঙ্কট সমাধানে রাশিয়ার এক উল্লেখযোগ্য সহযোগী’। ‘আমরা সক্রিয়ভাবে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাবো বিভিন্ন সমস্যা সমধান করতে’।

দৈনিক দেশজনতা / আই এম :

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ