নিজস্ব প্রতিবেদক:
ভারি বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল কিছুটা কমে যাওয়ায় লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় তিস্তা ব্যারাজের দোয়ানী পয়েন্টে পানি কমে প্রায় স্বাভাবিক অবস্থায় রয়েছে। এ ছাড়াও জেলার ছোট-বড় বেশ কয়েকটি নদ-নদীর পানি অব্যাহতভাবে কমছে। ফলে অনেক বন্যা দুর্গত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। তবে এখনো নদী তীরবর্তী চরাঞ্চলের বন্যাকবলিত এলাকাগুলোতে অন্তত ৩০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় পড়ে আছে। এসব মানুষের দুর্ভোগ কমেনি। বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে যে পরিমাণ ত্রাণ বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলে জানিয়েছে ভুক্তভোগীরা। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, সকাল ৭টা থেকে তিস্তা ব্যারাজের দোয়ানী পয়েন্টে পানি কমে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা প্রায় স্বাভাবিক।
দৈনিক দেশজনতা/ আই সি