৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

প্রকাশিত খবরকে ভিত্তিহীন বললেন তামিম

স্পোর্টস ডেস্ক:

কাউন্টি ক্রিকেট খেলতে সপরিবারে ইংল্যান্ডে যাওয়ার পর কাউন্টি ক্রিকেট ক্লাব এসেক্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই দেশে ফিরে আসছেন তামিম ইকবাল।

মঙ্গলবার এমন খবরে দেশের ক্রিকেট-পাড়ায় শুরু হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। যদিও ক্লাবের পক্ষ থেকে ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করা হলেও সেটা স্পষ্ট করেনি তারা।

এরপর তামিমের দেশে ফিরে আসা নিয়ে রাতভর চলে গুঞ্জন। অতঃপর মধ্যরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় তিনিসহ স্ত্রী-সন্তানের ওপর দুষ্কৃতিকারীরা হামলা চালানোর চেষ্টা করার কারণেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তামিম।

যদিও এ বিষয়ে বোর্ড কিংবা তামিম- কারও বক্তব্য পাওয়া যায়নি।

তবে, খবরটি বিরাট আকারে গণমাধ্যমে ছড়িতে পড়াতেই মুখ খুললেন টাইগার ড্যাশিং ওপেনার তামিম। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ৯:২০ অপরাহ্ণ