২৩শে জানুয়ারি, ২০২৬ ইং | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:১০

সৌদিতে আগুন : বাংলাদেশ ও ভারতের ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

সৌদি আরবের জানালাবিহীন একটি বাড়িতে অগ্নিকান্ডের ফলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বুধবার ১১ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
খবরে বলা হয়, পুরাতন ওই বাড়িতে আগুন লাগার পর অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানালা না থাকায় বাতাস প্রবেশ করতে না পারায় ইতোমধ্যেই ওই ১১ জন মারা যায় এবং আহত হয় ছয়জন।
নিহতদের সবাই ভারতীয় ও বাংলাদেশী নাগরিক।
২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী এই দেশে ৯০ লাখ বিদেশি কর্মরত রয়েছে। তাদের বেশিরভাগ দক্ষিণ এশিয়া থেকে আগত।
সূত্র : বাসস

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ৬:৫০ অপরাহ্ণ