১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

কনস্টেবল পারভেজ মিয়াকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

মানবিকতায় বিশেষ অবদান, অদম্য সাহসী ও বীরত্বের জন্য দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মো. পারভেজ মিয়াকে সম্মাননা প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলা শাখা।

বুধবার দাউদকান্দির গৌরীপুর পেন্নাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে পারভেজ মিয়া ও ওসি আবুল কালাম আজাদকে নিসচা সম্মাননা ক্রেস্ট প্রদান করে।

নিসচার প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পক্ষে কুমিল্লা উত্তর জেলা নিসচা ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে। অনুষ্ঠানে পর্তুগালপ্রবাসী সাইফুল ইসলাম হাসান ৫ হাজার টাকা এবং দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. আল-আমিন মিয়াজী ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ৩:৪১ অপরাহ্ণ