১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৩৬

ঢাবিতে মাদকসেবী আটক ১৭ জন

নিজস্ব প্রতিবেদক:

মাদক সেবনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে ১৭ জনকে আটক করে পুলিশে দিয়েছে হল প্রশাসন। হল শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত কুমার দাশ ও সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসকে নিয়ে হল প্রশাসন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালায়।শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ওই ১৭ জন জগন্নাথ হলের মাঠের গ্যালারিতে বসে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার বলেন, মাদক সেবনকারীরা সবাই হলের বহিরাগত। হলের মাঠে মাদক সেবন করছে, এমন তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১২:০০ অপরাহ্ণ