১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৬

মাদকের টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর শহরে মাদকাসক্ত ছেলে শরীফ বেপারির বিরুদ্ধে মা জায়েদা বেগমকে (৪৩) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শহরের কয়লাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শরীফ বেপারিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীফ বেপারি এলাকার চিহ্নিত মাদকসেবী। মঙ্গলবার রাতে শরীফ তার মা জাহেদা বেগমের কাছে মাদক কেনার জন্য ২০০ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় শরিফ তার মাকে ঘরের দরজা বন্ধ করে মারধর করেন। পরে দা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। স্বজনরা দ্রুত জাহেদাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ অলি জানান, রাতেই শরীফ বেপারিকে আটক করা হয়। তিনি (শরিফ) মাকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের স্বামী আরব আলী বেপারি শহরের মাছের আড়তে দিনমজুরির কাজ করেন। তার এক ছেলে ও দুই মেয়ে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১১:৪৭ পূর্বাহ্ণ