১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:০৮

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ৪৫ জন

নিজস্ব প্রতিবেদক:

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ১২ জুয়াড়ি ও চার মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে ৪৫ জনকে আটক করা করেছে। অভিযানকালে ২৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও জুয়ার আসর থেকে ৯৩ হাজার ৭৪১ টাকা উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কালিয়া থানায় ১২ জুয়াড়ি ও দুই মাদক ব্যবসায়ীসহ ২০ জনকে আটক করা হয়। এসময় জুয়ার আসর থেকে ৯৩ হাজার ৭৪১ টাকা, ৬ সেট তাস, ৫টি টর্চলাইট ও ১২টি মোবাইল সেট উদ্ধার করে।এছাড়া নড়াইল সদর থানায় এক মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১০ জন, লোহাগড়া থানায় এক মাদক ব্যবসায়ীসহ ১১জন ও নড়াগাতী থানায় ৪ জনকে আটক করা হয়। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, জুয়া ও মাদকসহ বিভিন্ন ঘটনায় আটকদের বিরুদ্ধে চার থানায় ১০টি মামলা দায়ের হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ