১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে পাঁচ নম্বরে ভারত

স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের কাছে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে বড় ব্যবধানে হেরে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে টিম ইন্ডিয়ার। এক ধাপ পিছিয়ে বিরাট কোহলির দল পাঁচ নম্বরে নেমে গেল।

তবে বিপরীত অবস্থান ওয়েস্ট ইন্ডিজের। ভারতের বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পাওয়ায় উন্নতি হয়েছে ক্যারিবিয়ানদের। এক ধাপ এগিয়ে চার নম্বরে ওঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। সোমবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।

শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। নিউজিল্যান্ড যথারীতি শীর্ষেই রয়েছে। ইংল্যান্ড দুই নম্বরে নিজেদের জায়গা ধরে রেখেছে। পাকিস্তান যথারীতি তিন নম্বরেই রয়েছে।

আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থার কোনো পরিবর্তন হয়নি, যথারীতি ১০ নম্বরেই রয়েছে। দক্ষিণ আফ্রিকা ছয় এবং অস্ট্রেলিয়া রয়েছে সাত নম্বরে। আফগানিস্তানের চেয়ে একধাপ এগিয়ে শ্রীলঙ্কা রয়েছে আট নম্বরে।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৬:১৩ অপরাহ্ণ