২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২৭

রাজধানীর কদমতলী এলাকায় গৃহবধূকে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর কদমতলী এলাকায় এক বাড়িতে ফরিদা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। পূর্ব জুরাইনের শিশু কবরস্থান সংলগ্ন গণি মিয়ার বাড়ির দোতলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধ থেকে এই ঘটনা ঘটতে পারে জানিয়ে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গত ২ জুলাই ফরিদার বৃদ্ধ স্বামী মমতাজ (৭০) মারা যান। কদমতলী থানা এলাকার নোয়াখাালী পট্টিতে মমতাজের বাড়ি। সেখানে মমতাজের একটি রিকশার গ্যারেজও রয়েছে। দেড় বছর আগে মমতাজের প্রথম স্ত্রী মারা যান। পরবর্তীতে ফরিদার সঙ্গে তার দ্বিতীয় বিয়ের খবর কাউকে জানানো হয় নি। মমতাজ মাঝে-মধ্যে ফরিদার ফ্ল্যাটে এসে থাকতেন। লাশ উদ্ধারের সময় ফরিদার মুখমণ্ডলে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া বিবস্ত্র অবস্থায় লাশ উদ্ধার করা হয় ফরিদার। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মমতাজের প্রথম ঘরের সন্তান রিপনকে (২৫) আটক করা হয়েছে। পুলিশ ধারণা করছে, মমতাজের রেখে যাওয়া সম্পদের ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

দৈনিকদেশজনতা/ই সি

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ৩:৫৪ অপরাহ্ণ