১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

আসাম থেকে আসা পাহাড়ি ঢলে জামালপুরে ভয়াবহ বন্যা

নিজস্ব প্রতিবেদক:

উজানের আসাম থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রুপ নিয়েছে। হঠাৎ ফুঁসে উঠেছে যমুনা। তীব্র গতিতে পানি বাড়ছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে বলে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী জানিয়েছেন। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও জামালপুর সদরের একাংশের শতাধিক গ্রামে নতুন করে পানি প্রবেশ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশকটি সড়কের যোগাযোগ ব্যবস্থা। মেলান্দহ-মাহমুদ সড়কসহ ইসলামপুর ও দেওয়ানগঞ্জের বেশকটি অভ্যন্তরীণ সড়ক এখন পানির তলে।

দৈনিকদেশজনতা/ই সি

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ২:১৩ অপরাহ্ণ