১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৬

মৌলভীবাজার বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে হাকালুকি হাওরপাড়ের বন্যা দূর্গত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে হাওরপাড়ের ভুকশিমইল, বরমচাল ও জয়চন্ডী ইউনিয়নের বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও পৌর প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেদোয়ান খান, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক জয়নুল ইসলাম জুনেদ ও পৌর বিএনপির সভাপতি খন্দকার মুহিবুর রহমান মলাই প্রমুখ।

প্রকাশ :জুলাই ১১, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ