১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৫

রংপুরে তিন মাসে বিভিন্ন অপরাধ সংঘটিত ৯৫৭টি

 রংপুর প্রতিবেদক:

রংপুরের আট উপজেলায় গত তিন মাসে নারী ও শিশু নির্যাতন, চুরি, ছিনতাই, রাহাজানি ও ডাকাতিসহ ৯৫৭টি অপরাধ সংঘটিত হয়েছে এছাড়াও ১২টি খুন, ১৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। রংপুর জেলা প্রশাসকের সভাকে আইনশৃঙ্খলা কমিটির ত্রৈমাসিক সভায় এপ্রিল, মে ও জুন মাসের এসব অপরাধের তথ্য তুলে ধরা হয়েছে।
জানা গেছে, গত এপ্রিল মাসে ছয়টি, মে ও জুন মাসে তিনটি করে খুনের ঘটনা ঘটেছে। এপ্রিল মাসে আটজন, মে মাসে চারজন এবং জুনে দু’জনসহ মোট ১৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ ছাড়া ওই তিন মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৪৭টি। এ সময় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ৩৪১টি, অস্ত্র আইনে পাঁচটি, চুরির ঘটনা ঘটেছে ২৮টি, রাহাজানি তিনটি, অপহরণ তিনটি এবং অন্যান্য ৫০২টিসহ মোট ৯৫৭টি বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে।
জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) ফজলে এলাহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু রাফা মোহাম্মদ আরিফ, জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আব্দুর রাজ্জাক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক দিলারা রহমান, সহকারী কমিশনার মিন্টু বিশ্বাস, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কাওসার পারভীন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাবেক কাউন্সিলর আজমল হোসেন লেবুসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ৯:০৪ অপরাহ্ণ