১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

নওগাঁয় বজ্রপাতে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বজ্রাপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার রসুলপুর ও পাড়ইল ইউনিয়নে পৃথক বজ্রাপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের আঘোর গ্রামের কছিমুদ্দিনের ছেলে আনজারুল ইসলাম (৩৫) এবং পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের আদিবাসী বিরমল হেমরমের স্ত্রী লিলাবতী মারডী (৩৫) ও সুতার মারডীর স্ত্রী গোলাপী মুর্মু (৩০)।

জানা যায়, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আঘোর গ্রামে ঘন ঘন বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় আনজারুল ইসলাম নিজ বাড়ির সামনের মাঠে ছাগল আনতে গেলে বজ্রাপাতে ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, একই সময় পাড়ইল ইউনিয়নের সাতঘরা গ্রামের লিলাবতী মারডী ও গোলাপী মুর্মু নিজ বাড়ির দেয়ালে মাটি লাগানোর সময় বজ্রাপাতে নিহত হন। এ সময় বিশ্বনাথের স্ত্রী দুলালী মারডী আহত হন।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, ‘বজ্রাপাতে তিনজন নিহত ও একজন আহতের বিষয়ে অবগত হয়েছি।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ৮:৪১ অপরাহ্ণ