১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৭

আনসার বিদ্রোহে চাকরিচ্যুত ১৪শ ৪৭ জনকে পুনর্বহালের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:   

১৯৯৪ সালে আনসার বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যূত দেড় হাজার আনসারকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার কয়েকটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি নিয়ে এ আদেশ দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচাপতি বদরুজ্জামান হাইকোর্ট বেঞ্চ।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী সৈয়দ জাহাঙ্গীর হোসেন।

তিনি জানান, আদেশে যাদের চাকরির বয়স শেষ হয়েছে অথবা যারা চাকরি করতে অক্ষম তাদের পেনশন সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ