২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৫৩

ডেসটিনির কর্ণধাররা জামিন পেলে সব টাকা খোয়া যাবে: সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক:   

অর্থপাচারের মামলায় কারাবন্দি ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জামিন দেয়া হলে তারা বেরিয়ে গিয়ে একটি টাকাও তারা পরিশোধ করবে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার এ সংক্রান্ত আদেশের সংশোধন চেয়ে করা এক আবেদনের শুনানির সময় ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের উদ্দেশ্যে এ কথা বলেন আপিল বিভাগ।

উল্লেখ্য, প্রায় ৩ হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ এনে ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় এই দুই মামলা দায়ের করে দুদক। দুদকের উপ-পরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

এই দুই আসামি ২০১২ সালের ১১ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। সেই থেকে তারা কারাগারে আছেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ