২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৩৫

ঠাকুরগাঁওয়ে ১৫২ পিস ইয়াবাসহ পাঁচজন আটক

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ে ১৫৭ পিস ইয়াবাসহ শহরের সবুজ ক্লিনিকের মালিক ও তার চার বন্ধুসহ পাঁচজনকে আটক করেছে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের উপকরণও উদ্ধার করা হয়। রবিবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সবুজ ক্লিনিকের মালিক মানিক চন্দ্র দে এবং শহরের শান্তিনগর মহল্লার যতিশ চন্দ্র দের ছেলে, আশ্রমপাড়া মহল্লার আকরামুল হাবীব আবু, একই মহল্লার সুজন কুমার দাস, হাজীপাড়া জলেশ্বরীতলা মহল্লার দীপক কুমার রায় ও শান্তিনগর মহল্লার হাফিজুর রহমান।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের একটি দল শহরের ঘোষপাড়াস্থ সবুজ ক্লিনিকে অভিযান চালায়। অভিযান চলাকালে ক্লিনিকের ৮ নম্বর কেবিন থেকে ওই ক্লিনিকের মালিক মানিক চন্দ্র দেসহ পাঁচজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক সেবনের উপকরণ সামগ্রী উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ ঠাকুরগাঁও জেলাকে মাদকমুক্ত করতে বিশেষ প্রদক্ষেপ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় প্রতিদিন জেলার বিভিন্ন এলাকার মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১০, ২০১৭ ১২:১৩ অপরাহ্ণ