নিজস্ব প্রতিবেদক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে দেশটির সংবাদমাধ্যম দি নিউইয়র্ক টাইমস এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদসংস্থা বিবিসি জানায়, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের বিষয়ে তথ্য পেতে রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে দেখা করতে রাজি হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টি থেকে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ার দুই সপ্তাহ পর ২০১৬ সালের ৯ জুন নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে রুশ আইনজীবী নাতালিয়া ভেসেনেস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প জুনিয়র। ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার এবং তার নির্বাচনী প্রচার অভিযানের প্রধান পল জে ম্যানফোর্ট’ও রাশিয়ার ওই আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প জুনিয়র নাকি ভেসেনেস্কায়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকারও করেছেন। তবে তিনি বলেন, মার্কিনীদের রুশ শিশু দত্তক নেয়ার একটি প্রকল্প নিয়ে আলোচনার জন্য প্রাথমিকভাবে ওই বৈঠকের আয়োজন করা হয়। তবে সেই বৈঠকে হিলারি ক্লিনটনকে নিয়ে কোনো আলোচনা হয়নি। একই দাবি করেছেন রুশ আইনজীবী ভেসেনেস্কায়া’ও।
অন্যদিকে কুশনারের ওই বৈঠকে উপস্থিত থাকার বিষয়ে তার আইনজীবী বলেন, নির্বাচনী প্রচার এবং নির্বাচন পরবর্তী সময়ে কুশনারকে ২০টিরও বেশি দেশের প্রতিনিধির সঙ্গে শতাধিকবার ফোনে অথবা সরাসরি আলোচনা করতে হয়েছে। তাই তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে তদন্তও শুরু করে। গোয়েন্দা প্রতিবেদনে নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ারও দাবি করা হয়। বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পছন্দের প্রার্থী হিসেবে ক্রেমলিন ট্রাম্পকে সাহায্য করেছিল। যদিও ট্রাম্প বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে আসছেন।
দৈনিক দেশজনতা /এমএইচ