উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালীস্থ হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা সহ দুই পাচারকারী কে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লক্ষাধিক টাকা বলে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশের আইসি রাজেস বড়–য়া বলেন শনিবার রাত সাড়ে ১১ টার দিকে থাইংখালী থেকে কক্সবাজারগামী কক্সবাজার থ ১১-৩৮৬৫ নাম্বারের একটি সিএনজি গাড়ী কাস্টমস এলাকায় পৌছলে হাইওয়ে পুলিশ তল্লাশী চালিয়ে ২ হাজার পিস ইয়াবা সহ দুই পাচারকারীকে আটক করে। আটককৃতরা হল কক্সবাজার সদর উপজেলার লারপাড়া গ্রামের মৃত জালাল আহম্মদের ছেলে ছৈয়দ আকবর ও পূর্ব লারপাড়া ঝিলংজা গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রমজান আলী। উক্ত ইয়াবা কারবারকারী সাথে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজীর পাড়া এলাকায় দোছড়ি রুহুল আমিনের ছেলের সিএনজি গাড়ী ছিনতাইকারী উখিয়ার হাজীর পাড়া গ্রামের শামশু হাজীর ছেলে এলাকার চিহ্নিত ইয়াবা কারবারী আবছার প্রকাশ ইয়াবা আবছার পুলিশি উপস্থিতি টের পেয়ে বালুখালী পানবাজার এলাকায় সিএনজি গাড়ী থেকে ছিটকে পড়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ফাঁড়ির আইসি রাজেশ বড়–য়া আসামী আটকের সত্যতা স্বীকার করেন এবং আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
দৈনিক দেশজনতা/এন আর