১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৯

শ্রেষ্ঠ এফ ডব্লিউ এ নির্বাচিত হলেন মোছা: আছিয়া ইয়াছমিন

রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার ৫ নং ছাওলা ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের এফ ডব্লিউ এ (পরিবার কল্যাণ সহকারী) মোছা: আছিয়া ইয়াছমিন বেবি এবার রংপুর জেলা পযায়ে শ্রেষ্ঠ কর্মি নির্বাচিত হয়েছেন। তাকে মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় রংপুর সিভিল সার্জন অফিসে শ্রেষ্ঠ পুরুষ্কার প্রদান করা হবে।
তার্কে নির্বাচিত করা প্রসঙ্গে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শাহজাহান কে বলেন, মা ও শিশু স্বাস্থ্য ,পরিবার পরিকল্পনার ডেলিভেরী, পুষ্টি কার্যক্রমে রংপুর জেলার ৪ শতাধিক মাঠ কর্মির মধ্যে মোছা: আছিয়া ইয়াছমিন বেবি’র সফলতার সূচক সবার উপরে উঠার কারনে তাকে নির্বাচিত করা হয়েছে।
মোছা: আছিয়া ইয়াছমিন বেবি বলেন, আমি আমার উপর দেওয়া দায়িত্ব যথাযথ এবং নিষ্ঠার সাথে পালন করেছি । এজন্য আমি সফলতা পেয়েছি। আমার সফলতার জন্য আমার এফ.পি আই এফ ডব্লিউ ভি এবং আমার সহকর্মিরা আমাকে সহযোগিতা করেন।

একই সঙ্গে ছাওলা এফ ডাব্লুউ সি জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার শ্রীমতি ঊষা রাণী দাসকে পুরুষ্কার প্রদান করা হবে।

 

দৈনিক দেশজনতা/এমএম

 

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৮:৪৭ অপরাহ্ণ