২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:২০

সরকার জনগণকে খাঁচায় বন্দী করে রেখেছে: ন্যাপ

নিজস্ব প্রতিবেদক:

সরকার সমগ্র দেশটাকে একটা কারাগারে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ। দলটি মনে করেন, দেশের জনগণকে বর্তমান সরকার বিষাক্ত কাঁটার খাঁচায় বন্দী করে রেখেছে। এই অবস্থায় জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার প্রদর্শিত প্রগতিশীল ও জাতীয়তাবাদী রাজনীতিকেই ধারণ করতে হবে বলে মনে করেন তারা ।

রোববার বিকালে নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে মশিউর রহমান যাদু মিয়ার ৯৩তম জন্মবার্ষিকি উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে দলটির নেতারা এসব কথা বলেন।

সভায় ন্যাপ’র মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, সরকারের সমালোচনা করলেই তাকে নিখোঁজ বা গুমের শিকার হতে হচ্ছে। দুঃশাসনের বিষাক্ত ছোবলে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা, লেখক, কবি-সাহিত্যিকসহ সাধারণ মানুষ ক্ষতবিক্ষত হচ্ছে। গোপন স্থানে বছরের পর বছর আটকিয়ে রাখা হয়েছে নাগরিকদের।

তিনি বলেন, এ অবস্থায় একটি রাষ্ট্র চলতে পারে না। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৬:৫০ অপরাহ্ণ