১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

শেখ হাসিনা কি জিনিস জাতি তা দেখেছে: শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক:

শেখ হাসিনার অধীনে বিএনপির নেতৃত্বে ২০ দল নির্বাচনে যেতে চায় না বলে জানিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, শেখ হাসিনা কি জিনিস, তার অধীনে কেমন নির্বাচন হতে পারে ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতি তা দেখেছে।

রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দুদু এসব কথা বলেন। জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

দুদু বলেন, ‘বিএনপি ও ২০ দলীয় জোট নির্বাচন করতে চায়, তবে শেখ হাসিনার অধীনে নয়। তার (শেখ হাসিনা) অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা তিনি নিজেই বিশ্বাস করেন না। তার পদত্যাগের মধ্য দিয়েই আমরা কেবল একটি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিতে পারি।’

বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটির জন্যই প্রস্তুত আছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সময় খু্ব বেশিদিন নেই। অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। অন্যথায় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত রয়েছে।’

‘ক্ষমতাসীন দলের শাসনকালে গুম, খুন, হত্যা, নির্যাতন নিত্য-নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের সমস্ত মানুষ আজ  আশঙ্কাজনক পরিবেশের মধ্যে বসবাস করছে।’

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারের অপহরণ নিয়ে পুরো দেশবাসী আতঙ্কিত বলেও দাবি করেন বিএনপি নেতা। তিনি জয়নুল আবদীন ফারুকসহ সকল আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

আয়োজক সংগঠনের সভাপতি মোস্তফা গাজীর সভাপতিত্বে মানববন্ধনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৫:৫৪ অপরাহ্ণ