১৩ই মার্চ, ২০২৫ ইং | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫৯
ব্রেকিং নিউজ

দিনাজপুর জেলা প্রশাসকের অপসারনের দাবীতে সংবাদ সম্মেলন

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমকে অপসারনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট। আন্দোলনকারী নেতারা বলছেন জেলা প্রশাসক যৌন নিপিড়নের ঘটনা ধামাচাপা দিতেই নতুন কৌশল হিসেবে মামলা দায়ের পথ বেছে নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউই আন্দোলন থেকে পিছু হটবেনা।
প্রমীলা ক্রিকেটারকে যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ আবু সামাদ মিঠুর শাস্তির দাবীর আন্দোলনের সাথে এবার দিনাজপুর জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি তুলেছে “দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট” নেতৃবৃন্দ।
দিনাজপুর প্রেস ক্লাবে শনিবার “দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ সম্মিলিত জোট” আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবি করা হয়।
লিখিত বক্তব্যে সংগঠনটির আহবায়ক আবুল কালাম আজাদ এই দাবি তুলে বলেন, যৌন নিপীড়নকারী ক্রিকেট কোচ মিঠুর বিচার চাইতে যাওয়ায় জেলা প্রশাসক মিথ্যা অভিযোগ তুলে দ্রুত বিচার আইনে মামলা করে আমাদেরকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করালেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মিথ্যাচার করেছেন উল্লেখ করে আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে বলেন, তার কক্ষের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ জেলা প্রশাসকের মিথ্যাচারের প্রমান দিবে।
তিনি আরো বলেন, এ ধরনের জেলা প্রশাসক থাকলে অন্যায়কারীরা আশ্রয়-প্রশ্রয় পেয়ে প্রতিনিয়ত নতুন ঘটনার জন্ম দেবে, তাই আমরা সরকারের নিকট দাবি করছি তাকে দ্রুততার সাথে অপসারন কওে দিনাজপুরের জনমতকে মুল্যায়ন করা হউক। অন্যথায় দাবি আদায়ের জন্যে আন্দোলনের মাত্রা আরো বেগবান হতে থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, সিপিবি’র জেলা সভাপতি আলতাফ হোসাইন, উদীচীর জেলা সভাপতি রেজাউর রহমান রেজু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুল হক ও মোঃ আলাউদ্দিন, জাসদের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম।
উল্লেখ্য, জেলা প্রশাসককে হুমকি দেয়ার অভিযোগে জেলা প্রশাসকের পক্ষে আবুল কালাম আজাদসহ ৪ জন বিশিষ্ট নাগরিক এবং অজ্ঞাত আরো ২৫-৩০ জনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার কোতয়ালী থানায় দ্রুত বিচার আইনে মামলার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দৈনিক দেশজনতা/এমএম

 

 

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৫:৩১ অপরাহ্ণ