নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুরে মা-বাবাকে পিটিয়ে অস্ত্রের মুখে এক কলেজছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে।দুর্বৃত্তদের হামলায় আহত ওই ছাত্রীর বাবা আবুল কাশেম ড্রাইভারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মা কুলসুম বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
অপহৃত কলেজছাত্রী ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে। কলেজছাত্রীর মা জানান, তাদের পাশের বাড়ির লেংড়া খোকনের ছেলে নির্মাণ শ্রমিক হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে তার মেয়ে সুইটি আক্তারকে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। শনিবার রাত সাড়ে ১১টার দিকে স্বামীকে নিয়ে রান্নাঘরে রাতের খাবার খাচ্ছিলেন তিনি। সুইটি নিজ ঘরে ছিল।
মায়ের দাবি, এ সময় হেলাল উদ্দিন ১৫/২০ জন সশস্ত্র সঙ্গী নিয়ে রান্নাঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর ঘরে ঢুকে মেয়ের মুখ বেঁধে অস্ত্রের মুখে তাকে নিয়ে পালানোর চেষ্টা করে।
এক পর্যায়ে সুইটি আর্তচিৎকার করলে রান্নাঘরের বেড়া ভেঙে বের হয়ে অপহরণকারীদের বাধা দেন কাশেম ও তার স্ত্রী। এ সময় তাদের দু’জনকেই লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পুলিশ পরিদর্শক) আনছারুল করিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, কলেজছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে। সন্দেহজনক ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে আসল তথ্য বেরিয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
দৈনিক দেশজনতা /এমএইচ