নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উপকণ্ঠ সাভারের আশুলিয়া থেকে জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার সকালে মোবাইলের বার্তায় র্যাব তথ্য জানায়।
গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান ও তাঁর সহযোগী রফিক। র্যাবের দাবি, তাঁরা বিস্ফোরক ডিভাইস (আইডি) তৈরির সঙ্গে যুক্ত।
র্যাব আরো জানায়, এ বিষয়ে বিস্তারিত জানাতে দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

