১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৮

পাক-ভারত গোলাগুলিতে নিহত ৭, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

কাশ্মির সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলিতে অন্তত সাতজন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এর মধ্যে ভারতীয় সেনাদের গুলিতে পাকিস্তানের তরফে পাঁচজন নিহত ও দশজন আহত হয়।

এ ঘটনাকে পাকিস্তান বিনা উস্কানিতে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করে ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার জেপি সিংকে তলব করেছে।

এদিকে, ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, পাকিস্তানি সেনাদের গোলাগুলিতে দুজন ভারতীয় বেসামরিক নাগরিক নিহত ও দুজন আহত হয়েছে। তিনি জানান, পাকিস্তানি সেনাদের গোলাগুলির উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনারা।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যখন রাজ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে তখন ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটল। বুরহান ওয়ানি ২০১৬ সালের ৮ জুলাই ভারতীয় সেনাদের গুলিতে নিহত হন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৯:৫১ পূর্বাহ্ণ