১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৩

আ,লীগ রাম-বাম নাস্তিকদের নিয়ে দল গোছাচ্ছে: ফিরোজ রশিদ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগ রাম-বাম আর নাস্তিকদের নিয়ে দল গোছাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি।

শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

ফিরোজ রশিদ বলেন, রাজনীতির খেলা আবার জমে উঠেছে। আওয়ামী লীগ রাম-বাম-নাস্তিকদের নিয়ে আবার দল গোছাচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নৌকায় এখন এত বাম-নাস্তিক আর হাইব্রিড নেতা, তারা নৌকা তীরে ভেড়াতে পারবে কিনা আমার সন্দেহ আছে। তিনি বলেন, ইহুদি সাম্রাজ্যবাদী ও এদেশের বাম নাস্তিকদের ষড়যন্ত্রের কারণে এরশাদ বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারেননি। সভায় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়। উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে। ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দলের মহাসচিব এমএ মতিন, প্রেসিডিয়াম সদস্য আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী হারুন, এমএ মতিন ও নঈম উদ্দিন আল কাদরী।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৯, ২০১৭ ৯:৩৪ পূর্বাহ্ণ