২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৮

ভারতীয় গোলায় ৫ পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

কাশ্মীরের ভারত ও পাকিস্তান অংশের মধ্যে নিয়ন্ত্রণরেখা (লাইন অব কন্ট্রোল- সংক্ষেপে এলওসি) থেকে ভারতীয় সেনাদের ছোঁড়া গুলি ও গোলায় পাকিস্তানের পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরের নাম আজাদ জম্মু ও কাশ্মীর। শনিবার সকালে ভারতীয় সেনারা এলওসি দিয়ে আজাদ জম্মু ও কাশ্মীরের কয়েকটি স্থানে ব্যাপক গোলা ও গুলি চালায়। এ সময় চার নারীসহ পাঁচ পাকিস্তানি নিহত হন।

পাকিস্তানের পুঞ্চ জেলার ডেপুটি কমিশনার রাজা তাহির মুন্তাজ বলেছেন, ‘শনিবার সকাল সাড়ে ৫টা থেকে সীমান্তের আব্বাসপুর ও হাজিরা সেক্টরে ভারতীয় সেনারা ব্যাপক গোলা ও গুলি ছোঁড়ে।’ আব্বাসপুর ও হাজিরা সেক্টর দুটি পুঞ্চ জেলার মধ্যে পড়েছে।

এদিকে, ভারতীয় সেনাদের হামলায় বেসামরিক পাকিস্তানি নিহত হওয়ার ঘটনায় ইসলামাবাদে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

হিজবুল মুজাহিদিনের প্রয়াত কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকী ঘিরে ভারত শাসিত কাশ্মীরে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সব ধরনের চেষ্টা করছে ভারতীয় পুলিশ ও সেনারা।

তথ্যসূত্র : ডন অনলাইন

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৬:৩৯ অপরাহ্ণ