১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৭:০৭

উত্তরাঞ্চলের জঙ্গি নেটওয়ার্ক তছনছ: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক:
গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার পরিকল্পনাকারী ও নব্য জেএমবির উত্তরাঞ্চলীয় কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজকে গ্রেফতারের মধ্যে দিয়ে জঙ্গিদের নেটওয়ার্ক তছনছ হয়ে গেল বলে মন্তব্য করেছেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন।

শনিবার দুপুরে তার কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি বলেন, ‘আমরা তাকে দীর্ঘ দিন ধরেই টার্গেট করছিলাম। অবশেষে তিন সহযোগীসহ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ধরা হয়েছে। সোহেলকে গ্রেফতারের মধ্য দিয়ে উত্তরাঞ্চলে জঙ্গিদের নেটওয়ার্ক তছনছ হয়ে গেল।’
এর আগে শুক্রবার রাতে শিবগঞ্জের পুস্কনি এলাকার একটি আমবাগানের টংঘর থেকে সোহেল মাহফুজসহ এই চার জঙ্গিকে গ্রেফতার করে জেলা পুলিশ।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৬:৩১ অপরাহ্ণ