১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

দূর্ভোগের আরেক নাম শাহজাদপুর-হাটপাঁচিল সড়ক

সিরাজগঞ্জ প্রতিনিধি:
দূর্ভোগের আরেক নাম শাহজাদপুর-হাটপাঁচিল সড়ক। হাটপাঁচিল হতে গোপালপুর মোড় পাকা সড়ক পর্যন্ত বেহাল অবস্থা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। গত বন্যায় সড়কটির বিভিন্ন অংশে হাজারও খাল খন্দকে ভরে গেলেও আজ পর্যন্ত সংস্কারের উদ্দ্যোগ নেয়া হচ্ছে হচ্ছেনা। ফলে জনদূর্ভোগ ক্রমেই বেড়ে চলছে। সামান্য বৃষ্টি হলেই পাঁচিল বাজার পয়েন্টে হাটুসই কাঁদা জমে যায়। এতে রিক্সা, ভ্যান, সিএনজি আটকে যায়। এতে যাত্রীদের পাশপাশি জনসাধারণের চলাচলে চরম বিঘ্ন ঘটে। ফলে ঠেলে ঠেলে যানবহন পাড় করতে হয় দীর্ঘপথ।

সরেজমিনে ঘুরে এই গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থা লক্ষ করা গেছে। এনায়েতপুর, সৈয়দপুর, জালালপুর, হাটপাঁচিল এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে শাহজাদপুর উপজেলা শহরে চলাচল করছে। বিশেষ করে তাঁত শিল্পের জন্য বিখ্যাত এই এলাকার তাঁতের কাপড়ের গাইট নিয়ে এই সড়ক দিয়ে শাহজাদপুর কাপড়ের হাটে সপ্তাহে ২দিন যেতে হয়। দুঃখ জনক হলেও সত্য যে, সড়কটি সংস্কার না হওয়ায় এসব তাঁতীদের চলাচল কঠিন হয়ে পড়ছে।

এ ব্যাপারে এলাকাবাসী জানান, বৃষ্টি হলে গোপালপুর মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ রাস্তায় কাঁদা ও পানি জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। গোপালপুর ভাঙ্গা এলাকায় বাঁধ ভেঙ্গে খাল খন্দকে পরিণিত হয়। এতে যানবহনতো দূরের কথা পায়ে হেটে চলাচল করা কঠিন হয়ে পড়ে। পানি নিষ্কাষনের কোন ব্যবস্থা না থাকায় মাসের পর মাস এই পানি আটকে চলাচলে বিঘ্ন ঘটায়। জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন সিএনজি, রিক্সা, ভ্যান, মটরসাইকেল, বাইসাইকেল চলাচল করে। কিন্তু সড়কটির বেহাল দশা যেন দেখার মত কেউ নেই।

এ ব্যাপারে কৈজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, সড়কটি পানি উন্নয়ন বোর্ডের আওতায় বাঁধ হিসেবে ব্যবহার হলেও এটি গুরুত্বপূর্ণ সড়ক। এটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর আবেদন করা হয়েছে। তাই জনগুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

দৈনিক দেশজনতা/এমএম

 

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৫:৩৩ অপরাহ্ণ