১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৯

কুড়িল লিংক রোডে খাল খনন শুরু

নিজস্ব প্রতিবেদক:

কুড়িল লিংক রোডের উভয় পাশে ১০০ ফিট চওড়া খাল খননের কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার দুপুরে বালু নদীর কাছে কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয়পাশে (কুড়িল হতে বালু নদী পর্যন্তৎ) খাল খনন ও উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) রায়হানুল ফেরদৌস, প্রকল্পের (রাজউক) প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক মো. হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নিজাম উদ্দীন আহমদ, পিএসসি ও প্রকল্প কর্মকর্তা মেজর নূর মো. সিদ্দিক সেলিমসহ ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর কর্মকর্তারা।

ঢাকা মহনগরীর গুরুত্বপূর্ণ এলাকা নিকুঞ্জ, বারিধারা, ঢাকা ক্যান্টন্টমেন্ট, ডিওএইচএস, বিমানবন্দর এলাকা, কালাচাঁদপুর সংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রকল্প বাস্তবায়ন করবে গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের আওতায় রাজউক এবং ২৪ ইঞ্জিনিয়ার কনক্সটাকশন ব্রিগেডিয়ার (বাংলাদেশ সেনাবাহিনী)।

প্রকল্পটি ২২ সেপ্টেম্বর ২০১৫ সালে একনেকে গৃহীত হয়। ২০১৫ সেপ্টেম্বর থেকে আগস্ট ২০১৮ সময়লকালে সম্পন্ন করা হবে জলাবদ্ধতা নিরসনের এই খাল খনন প্রকল্প। যার প্রকল্প ব্যয় ৫ হাজার ২৮৬ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে ৪ হাজার ৩৮৪ কোটি ৮ লাখ টাকা ভূমি অধিগ্রহণ বাবদ নির্ধাণ করা হয়েছে।

প্রকল্পের অধীনে ১৩ দশমিক ৬৪৩ কি.মি. খাল, ১৩ কি.মি. সার্ভিস রোড, ৩৯ কি.মি. ওয়াকওয়ে, ৪টি ইউলুপ, খালের উপর ১৩টি আর্চব্রিজ, ৪টি ফুটওভার ব্রিজ, ২৬ হাজার লেনিয়া মিটার এসএস পাইপসহ ফেন্সিং, একটি পাম্প হাউজ, ২ হাজার ২৭০টি স্ট্রিট লাইট, ১২টি ওয়াটার বাস স্টপ, এছাড়া সম্পূর্ণ এলাকা গাছ লাগিয়ে সবুজায়ন করা হবে।

প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৯০ দশমিক এক হাজার ৫৪৮ একর ভূমি অধিগ্রহণ হয়েছে। যার অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে পরিশোধ করা হচ্ছে বলে রাজউক থেকে জানানো হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৪:৩০ অপরাহ্ণ