২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫২

আজিজনগরে একটি ট্রাক খাদে পড়ে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: 

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরের বদিতলা এলাকায় একটি ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লামার ফাইতং ইউনিয়নের চিউরতলী এলাকার আবদুল মালেকের ছেলে মো. মামুন (২৮) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার চরপাড়ার আবুল কালামের ছেলে আব্দুর রশিদ (৩০)।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রাতে লেবু বোঝাই একটি ট্রাক লামা উপজেলার আজিজনগর থেকে চট্টগ্রামে যাচ্ছিল। এ সময় গাড়িটি সড়কের বাদিতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও ব্যবসায়ীর মৃত্যু হয়।

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও রাতেই আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৯:৪৫ পূর্বাহ্ণ