২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫০

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: 

কুমিল্লায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।শুক্রবার ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দিতে পৃথক এসব দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে সদর দক্ষিণ থানার পাশে লরি চাপায় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়।

কাভার্ডভ্যান চাপায় অপর এক শিশু নিহত হয় জেলার দাউদকান্দিতে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর দক্ষিণ থানার বিপরীত পাশ দিয়ে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটেরিক্সা ঢাকা-চট্টগ্রাম ফোরলেনে উঠে রাস্তা প্রদক্ষিণকালে ঢাকাগামী একটি লরি চাপায় ঘটনাস্থলেই নিহত হন মা ও ছেলে।

নিহতরা হচ্ছেন, অটোরিক্সার যাত্রী জেলার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের মাহমুদা আক্তার (২৫) ও তার ছেলে আরশাদ (১৮ মাস)।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সিএনজির ভেতর আটকে থাকা নিহতের স্বামী মাওলানা ইকরাম হোসেন (৪৮), তার মেয়ে নাফিজা আক্তার (৬) ও সিএনজি চালক মনির হোসেনকে (৩৫) উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করে।পরে ঢাকায় নেয়ার পথে মারা যান সিএনজি চালক মনির।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, অটোরিক্সার চালক কোনো প্রকার সিগন্যাল ছাড়াই হঠাৎ সড়কে উঠে রাস্তা প্রদক্ষিণ করতে গিয়ে দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার ফলে সড়কে দীর্ঘ প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-হোমনা সড়কে দাউদকান্দির গৌরিপুর সংলগ্ন আঙ্গাউড়া এলাকায় কাভার্ডভ্যানের চাপায় তায়েবা (৬) নামের এক শিশু নিহত হয়।সে ওই গ্রামের প্রবাসী আবুল হাসেম মিয়ার মেয়ে।গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করেছে।

দৈনিক দেশজনতা/এন আর

 

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৯:১৭ অপরাহ্ণ