নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা গোলাম মোস্তফাকে (৩৫) নিজ বাড়ির উঠানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার কড়েরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা ১নং কড়েরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, স্থানীয় কড়েরহাট বাজার থেকে রাতে নিজ মোটরসাইকেলে গোলাম মোস্তফা বাড়ি ফিরছিলেন। নিজ বাড়ির উঠানে এলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রেখে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই গোলাম মোস্তফার মৃত্যু হয়।
খবর পেয়ে সোমবার ভোরে গোলাম মোস্তফার বাড়িতে ছুটে যান কড়েরহাট ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান জসিম উদ্দিন।
তারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যেই জড়িত থাক না কেন, তাদের খুঁজে বের করা হবে বলে জানান।
জোড়াগঞ্জ থানার এসআই বিপুল দে জানান, খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
এ ঘটনায় মামলা ও ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
M/H
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

